জাহান

মাত্র সাতচল্লিশ মিনিট, একটা সাইকোথ্রিলার। বাংলাদেশ ভাবতে পারছে। তারা বানাতে পারছে নান্দনিকভাবে। একজন অসুস্থ মানুষ দেখছে সে তার মা-কে খুন করেছে, তার স্বামীকে খুন করেছে, তার বাড়ীর কাজের লোককে খুন করেছে। এবং অবশেষে দীর্ঘ ঘুম থেকে জেগে উঠে দেখে সব ঠিকই আছে। মায়ের মৃত্যু যে প্রভাব ফেলে তার মনে, সে সেই মৃত্যুপ্রভাবকে কাটিয়ে উঠতে পারে না। তার স্বামীর অতিরিক্ত সস্নেহ ভালোবাসাও পারে না। অবশেষে সে ওষুধ খাওয়া বন্ধ করে... আর তার কেবলই মনে হয় সে একটা খুন করবে। এই খুনের বিভীষিকাতেই অবশেষে একটা খুন হয়। এবং এখানেই সিনেমার শেষ, এবং যাবতীয় মনস্ত্বাত্বিক দ্বন্দ্বের অন্তরকম প্যাঁচ। চমকে উঠতে হয়। অভিনয় নিয়ে কিছু বলার নেই। চমৎকার অভিনয় করেছেন নাজিয়া হক ওর্ষা। বাকিরাও যথাযথ। আমার বাংলাদেশের অভিনেতা-অভিনেত্রীদের সহজ ড্রয়িংরুমের স্বাভাবিক অভিনয় বেশ ভাল লাগে। দেখতে দেখতে কাহিনী কখন যেন বিশ্বাসযোগ্য হয়ে ওঠে। অতি মেলোড্রামা থেকে বাঁচিয়ে এমন চমৎকার অভিনয় দেখার জন্য মন মুখিয়ে থাকে। আর, সেই সাথে, কনটেন্ট অসাধারণ। এমন গল্প লেখা হচ্ছে, ভাবতেই ভালো লাগছে। আর প্রশংসনীয় পরিচালনা। ক্যামেরা এমনভাবে রাখা, যাতে ক...