পঞ্চায়েতঃ সিজন ৩

মানুষে মানুষ থাকে। সে মানুষ শাহরুখ কিম্বা রজনীকান্তের অভিনীত চরিত্রের মতো Larger than Life নয়। সে মানুষ মাটিতে পথ হাটে। সে মানুষে বিষাক্ত প্রেম আছে। সে মানুষে অভিমান, ভয়, হিংসা আছে। সে মানুষে প্রতিরোধ আছে। সে মানুষে ভালোবাসা, দয়া, করুণা আছে। আমার সেই মানুষদের দেখতে বড়ো ভালো লাগে। সেই মানুষ কথায় কথায় অপার্থিব ধর্মীয় সুখানুভূতির কথা বলে না। সেই মানুষ ভয়ঙ্কর প্রতিশোধের আগুনে আশেপাশের সবাইকে পুড়িয়ে দেয় না। সেই মানুষ দর্শনের বেলাগাম শব্দের অতিপ্রয়োগ ঘটায় না। সে মানুষ বার্বিডলেদের মতো এক কাল্পনিক পৃথিবীতে হাটাচলা করে বোঝাতে চায় না যে, আমরা এই পৃথিবীর মানুষ। সে মানুষ রাবীন্দ্রিক পরিভাষায় কথা বলে বোঝাতে চায় না যে, এলিট ক্লাসের নাগরিকই আসলে হোমো সেপিয়েন্সের প্রতিনিধি। আমি ইদানীং সেই মানুষ দেখতে চাই --- গানে-গল্পে-কবিতায়-ছবিতে-সিনেমায়। সে মানুষ মাটির মানুষ। সে মানুষ ঔদ্ধত্বের গান গায়। সে মানুষ বলে, আমার মাথায় যেহেতু বিধায়কের হাত আছে, এতএব, আমি যা খুশি ইচ্ছা করতে পারি। কিছু মানুষ সে ঔদ্ধত্যের আগুনে জ্বালানী দেয়, রাগ কিম্বা লোভ, সেই আগুনের উষ্ণতার ওমে নিজেদের হাত-পা সেঁকতে সেঁকতে কখন...