বিফোর দ্য কফি গেট্স কোল্ড

“All that we are is the result of what we have thought” ~ Gautama Buddha জীবন বড়ো অদ্ভুত। আমারই তৈরী যে জীবন আমি যাপন করছি, এক-একসময়, আমার মনে হয়, সেই জীবনটাকে যদি, আমার ফেলে আসা বয়সের কোন একটা পর্যায় থেকে আবার শুরু করতে পারতাম! আমি কি তাহলে একই ভুল করতাম? হয়তো বা, হয়তো না। একই ভুল না করতে হলে আমার মধ্যে সেই ভুলের বোধটা তো থাকতে হবে। অর্থাৎ, আমি কোথাও চাই অতীতে ফিরতে, বর্তমানের ‘বোধ’ নিয়ে। মানুষ একই ভুল দুইবার করতে চায় না। প্রেমে পড়লে আলাদা ব্যাপার। কিন্তু বাস্তবের কঠিন রাস্তায় সে চলতে চায়, অন্য আঙ্গিকে। আমরা সবাই কি তাই-ই চাই না? আমাদের সবারই এমন একটা অতীত আছে, যে অতীতের কোন একটা জায়গাকে আমরা পরিবর্তন করার আকাঙ্ক্ষা মনে মনে পোষণ করি। মনে করি, যদি জীবনটাকে অন্যভাবে শুরু করা যেত! মনে করি, যদি আমার হাতে ক্ষমতা থাকত, তাহলে একটু অন্যভাবে নিজেকে প্রতিষ্ঠা করা যেতে পারত আজ। কিম্বা আমরা কোথাও যেন এক অনন্ত জীবন চাই, যে জীবনে বয়সের পরিবর্তন অতি ধীর। যেন বা, এ জীবনের পরিবেশকে একটা সময় শেষ করে দিয়ে, সকল দেনা চুকিয়ে দিয়ে, অন্য এক জ...