কুকুরপ্রেমীদের নতুন আন্দোলন?

 


পথকুকুরদের নিয়ে আদালতের একের পর এক রায় বেরিয়েছে। প্রথম রায়, তার বিরুদ্ধে আপিল, তারপর সংশোধিত রায়—কোনোটাই কুকুরপ্রেমীদের মন জয় করতে পারেনি।

     অধিকাংশ কুকুরপ্রেমী এই রায় মেনে নিতে নারাজ। কেউ কেউ আইন অমান্য আন্দোলনের কথাও ভাবছেন। মহাত্মা গান্ধীর পর স্বাধীন ভারতে আইন অমান্য আন্দোলন হয়েছে, তবে তার প্রায় সবকটিই ছিল রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। সম্ভবত এই প্রথম, একেবারে গৃহস্থালি স্তরে আমরা দেখতে যাচ্ছি non-violent, non-cooperation আন্দোলনের রূপরেখা। কুকুরপ্রেমীদের কাছে এটা এক বিরল সুযোগ—নিজেদের নাম স্বর্ণাক্ষরে ভারতীয় ইতিহাসে লিখে রাখার। হাজার হোক, গান্ধী আমাদের 'ফাদার অফ নেশন' বলে কথা। তার পথই আমাদের পথ। আর প্রেমে কি না হয়। দশটা খুন করে ফেলা যায়, আর এ তো... দুটো মানুষ আহত হলে বা মারা গেলে কিই বা যায় আসে? তারা তো কুকুর নয়, তারা মানুষ। কুকুর অবলা, তার ওপর পরিবেশ পরিস্থিতি ইত্যাদি ইত্যাদি...

     বিরোধীদের ব্যঙ্গের মুখেও এনাদের পড়তে হচ্ছে। বলা হচ্ছে—“কুকুর এতই প্রিয় হলে, বাড়িতে নিয়ে গিয়ে লালন-পালন করুন।” অথচ এঁরাই কুকুরপ্রদত্ত নিরাপত্তা নিতে যতটা উৎসাহী, কুকুরদের নিরাপত্তা দিতে ততটাই অনাগ্রহী।

     তাদের কথাবার্তা পড়ে মনে হয়, এঁরাই সেই চিরচেনা ফ্রি-খোরের দল। ফ্রি-তে যা এবং যতটা পাওয়া যায়, তাতেই আনন্দ। সমস্যা তৈরি না হলে কিছুতেই নড়বেন না। যখন পাড়ায় কুকুরের সংখ্যা অস্বাভাবিক হারে বেড়ে যাচ্ছিল, তখন তাঁরা সেলফি তুলছিলেন। আর আজ, হঠাৎ কুকুরের আক্রমণে দিশেহারা হয়ে সোশাল মিডিয়ায় হাহাকার তুলছেন—“মার ব্যাটাকে!” এর বাইরে তাদের হাতে আর কিছুই নেই।

     বিরোধীদের জন্য প্রত্যুত্তর অনেক দেওয়া হচ্ছে। তোমাদের কি মন নেই হে? যত দোষ অবলা কুকুরদের!

     পৌরসভা ও মিউনিসিপ্যালিটির হাতে কাগজে কলমে দায়িত্ব অনেক। কিন্তু বাস্তবে কাজের কাজ কিছু হয়নি। এখন তাই সর্বত্র একটাই আওয়াজ—“নেই নেই” রব তোলা। দোষ অন্যদিকে ঘোরালে নিজেদের নিরাপদ থাকাটা সহজ হয়ে যায়।

     সাধারণ মানুষও চিরাচরিত নিয়মে সরকারকেই দোষারোপ করছেন। আমরা তো সরকারই গড়ি এই কারণে—দোষ চাপানোর জন্য একটা কাঁধ চাই। আমরা ভোট দিই, ভোট চুরি করি, আমরা সরকার গড়ি গণতান্ত্রিক পদ্ধতিতে।

     আমি তাকিয়ে আছি—এরপর ঠিক কী রগড় বাঁধতে চলেছে তা দেখার জন্য। তবে আন্দাজ করা কঠিন নয়, খুব বেশিদিন এ হুজুগ টিকবে না। নতুন হুজুগ উঠতে যতটা সময় লাগে, ততটুকুই অপেক্ষা।

     আমি কুকুরপ্রেমী, তবে কুকুর-সোহাগী নই।

Comments

Popular posts from this blog

যে বুকে আগুন জ্বলে

শারদীয়া আনন্দবাজার পত্রিকা সম্পর্কে

জেরক্স কপির উন্নত ভার্সানে ‘আবার প্রলয়’ এসেছে