অ্যানিমেল ফার্ম
“একটা বিশেষ সময়কালকে কেন্দ্র করে রচিত হলেও, একথা অনায়াসে
বলা যায় যে এই উপন্যাস প্রকৃত অর্থেই কালজয়ী। বর্তমান সময়েও, 'সব পশুরাই সমান' থেকে
'সব পশুরাই সমান কিন্তু কিছু পশু অন্যদের চেয়ে বেশি সমান' হয়ে ওঠার এই আদর্শচ্যুতির
গল্পে, এই অনুবাদকের মতো পাঠকরাও প্রাসঙ্গিকতা খুঁজে পাবে বলেই আমার বিশ্বাস।”
লিখছেন প্রবাল
বসাক। ‘অ্যানিমেল ফার্ম’ উপন্যাসের অনুবাদক। এই উপন্যাস ক্লাসিক উপন্যাস, কাল্ট উপন্যাস।
নতুন করে কিছু বলতে যাওয়া বাতুলতা। আমি কেবল সেই সময় আর এই সময়ের মধ্যেকার সেতুটাকে
খুঁজি।
সেই সময়ঃ
-------------
জর্জ অরওয়েল এই উপন্যাসটি লিখেছেন ১৯৪৫ সালে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের
সময়ের শেষদিকে। গল্পটা, সোভিয়েত ইউনিয়নের উত্থান, বিপ্লব, এবং তার বিকৃতির রূপকাঙ্গিক।
1. Mr. Jones = Tsar Nicholas II - রাশিয়ার শেষ রাজা, দুর্নীতিগ্রস্ত,
গরিবদের দুঃখ-দুর্দশা বোঝেন না।
2. Old Major = Karl Marx - আদর্শবাদী, যারা পশুদের মুক্তির
স্বপ্ন দেখায়, ঠিক যেমন মার্ক্স ‘শ্রেণীহীন সমাজ-এর স্বপ্ন দেখিয়েছিলেন।
3. Animal Rebellion = 1917 Bolshevik Revolution - পশুরা খামার
দখল নেয় = জনগণ জারকে তাড়িয়ে সমাজতান্ত্রিক শাসন প্রতিষ্ঠা করে।
4. Napoleon = Joseph Stalin - ক্ষমতা কেন্দ্রীভূত করে, শত্রুদের
নির্মূল করে (যেমন Snowball–কে তাড়ানো), পুলিশ ব্যবহার করে (যেমন কুকুর বাহিনী), প্রচারমাধ্যম
চালায়, অবশেষে পুরোপুরি স্বৈরাচারী শাসক হয়ে ওঠে।
5. Snowball = Leon Trotsky - সৃষ্টিশীল, বিদ্যুৎ পরিকল্পনা
করে, কিন্তু নেপোলিয়নের হিংসা ও ষড়যন্ত্রের শিকার। বাস্তবেও ট্রটস্কি ছিলেন বিপ্লবের
নায়ক, পরে স্ট্যালিন তাঁকে তাড়িয়ে দেন এবং শেষে হত্যা করেন।
6. Boxer = শ্রমজীবী মানুষ - নিঃস্বার্থ পরিশ্রম করে, কিন্তু
নিজের জন্য কিছু চায় না — "I
will work harder"–এই বিশ্বাসেই বাঁচে। শেষে ব্যবহার শেষে তাকে সরিয়ে দেওয়া হয়
— যেমন বাস্তবে
শ্রমিকদের বিপ্লবের নামে ব্যবহার করে পরে অবহেলা করা হয়।
7. Squealer = Propaganda (Pravda পত্রিকা) সব অন্যায়কেই ভাষার
জাদুতে সত্যি বলে । স্ট্যালিনের আমলে ঠিক এইভাবেই তথ্য বিকৃত করা হত।
এই সময়
-----------
মানবসমাজে ক্ষমতা, বিশ্বাসঘাতকতা, প্রোপাগান্ডা, আর আদর্শের
অবসান — এই চক্রের
কথাই বলে। আর এই চক্রটা কি আজও চলছে না? শুধু চরিত্র আর পোশাক বদলে গেছে।
1. বিপ্লবের পরও যদি গণতন্ত্র না আসে? Animal Farm–এ পশুরা
মানুষের শাসন শেষ করে, কিন্তু পরে শুয়োররাই হয় নতুন মানুষ। আজও বহু দেশে দেখা যায়,
স্বৈরতন্ত্রকে তাড়িয়ে নতুন ‘জনগণের নেতা’ আসেন, তারাও হয়ে ওঠেন আগের চেয়ে ভয়ংকর। অর্থাৎ,
আদর্শবাদ থেকে ধীরে ধীরে একনায়কত্বে যাওয়া – আজও বহু দেশে সেই চিত্র স্পষ্ট।
2. “সব পশুরাই সমান, কিন্তু কিছু পশু অন্যদের চেয়ে বেশি সমান”— আজও সত্য। এই বিখ্যাত বাক্যটা আজ
আসলেই অর্থনৈতিক বৈষম্য, কোটিপতি শ্রেণির আধিপত্য, পলিটিক্যাল এলিটিজমের চিত্র। উচ্চশ্রেণি
আইন বদলায় নিজের জন্য, বাকিরা শুধু মান্য করে জীবনধারণ করে। আজও ক্ষমতাবানরা নিজেদের
জন্য নিয়ম আলাদা করে নেয় — এটাই
Animal Farm।
3. প্রোপাগান্ডা এবং তথ্য বিকৃতি - Squealer যা করত, আজ তা
করে সোশ্যাল মিডিয়া, নিউজ চ্যানেল, কিম্বা ভাড়াটে বিশ্লেষকরা। একই মিথ্যা বারবার বললে
মানুষ সেটাকেই সত্য ধরে নেয়। আজ ‘মত’ আর ‘তথ্য’ আলাদা করা কঠিন।
4. Boxer-এর মতো পরিশ্রমীরা আজও ব্যবহৃত হয়, পরিত্যক্ত হয়
- শ্রমিক, কৃষক, শিক্ষিত মধ্যবিত্ত—সবাই কাজ করে, ত্যাগ করে, কিন্তু ফল
ভোগ করে ধনী আর রাজনৈতিক শ্রেণি। ব্যবহার শেষে এই শ্রেণির কথা কেউ রাখে না। আজকের শ্রমিক,
কর্মী, দিনমজুরেরা এমনকি আইটি ইন্ডাস্ট্রির শ্রমিকেরাও সেই Boxer — "I will
work harder"–এর ছায়াপ্রতিমা হয়ে স্পষ্টতার নির্মাণ।
5. নতুন প্রজন্ম ভুলে যায় ইতিহাস - উপন্যাসের শেষদিকে দেখা
যায়, পশুরা পুরোনো আদর্শই ভুলে গেছে, এমনকি নিজেরাও জানে না কেন বিপ্লব হয়েছিল। আজও
তথ্য বিকৃতি আর ইতিহাস মুছে দেওয়ার মাধ্যমে মানুষকে ইতিহাসবিচ্যুত করে রাখা হচ্ছে।
হচ্ছে না?
তো এই হল আমার
চোখে অ্যানিমেল ফার্ম। আপনার?
===========
অ্যানিমেল ফার্ম
জর্জ অরওয়েল
অনুবাদকঃ প্রবাল বসাক
ফিঙ্গারপ্রিন্ট পাবলিকেশান
মুদ্রিত মূল্যঃ ১২৯/-
Comments
Post a Comment