দ্য বয় ইন স্ট্রাইপড পাজামাস
অসুস্থ শরীরে এ ধরণের বই আমাকে আরও অসুস্থ করে দেয়। কিন্তু
কি করব? যা ধরেছি, তা কি ছাড়া যায়? বিশেষত, এমন অমোঘ এক বই, এমন অমোঘ এক সত্যির সামনে
দাড় করিয়ে দেয়, যা, আজও অমলিন।
মানুষের প্রতি
মানুষের কীর্তি-র কথা কি শুধু স্বর্ণাক্ষরেই লিখে রাখার? কীটদ্রষ্ট মনুষ্যত্বের গল্পও
কি বাস্তব নয়?
এই উপন্যাসে একটি
জায়গার নাম আছে – Out-With, এই Out-with-ই হল কুখ্যাত Auschwitz concentration
camp, অন্তত বই তারই ইঙ্গিত দেয়। এই কুখ্যাত শিবির দুই অংশে বিভক্ত ছিল – একটি মৃত্যুশিবির,
আর একটি শ্রমশিবির। প্রশাসনিক অংশ থেকে এই দুটি অংশে কি চলতে তা কি এর বলা যায়? না
বলতে পারা যায়? কেবল চারটে তথ্য দেওয়া যেতে পারে ---
১। আনুমানিক ১১ লাখের বেশি মানুষ এখানে নিহত হন, যার মধ্যে
প্রায় ৯ লাখই ছিলেন ইহুদি।
২। বন্দিদের হত্যা করা হতো গ্যাস চেম্বার, গুলিবর্ষণ, নির্যাতন,
অনাহার, ও কঠোর পরিশ্রমের মাধ্যমে।
৩। berkenau ক্যাম্পে Zyklon B নামে বিষাক্ত গ্যাস ব্যবহার
করা হতো গণহত্যার জন্য।
৪। এখানকার চিকিৎসক ড. যোজেফ মেঙ্গেলে বন্দিদের ওপর ভয়ংকর মানবদেহ
সংক্রান্ত পরীক্ষা চালাতেন।
সম্পূর্ণ উপন্যাসে,
কোথাও, এই ক্যাম্পের অভ্যন্তরে ঘটে যাওয়া অমানুষিক ও অমানবিক ঘটনার বিন্দুমাত্র উল্লেখ
পর্যন্ত নেই। কিন্তু যা ইঙ্গিত আছে, বুক কাঁপিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। বিশেষত, একটি
বাচ্চা ছেলের দৃষ্টিকোণ থেকে হওয়ার দরুণ যন্ত্রনার বোধটা ফল্গুধারার মতো বুকের মধ্যে
বয়ে যায়।
ব্রুনো, কাহিনীর
মূল চরিত্র, নয় বছর বয়স, এক রাত্রে চলে আসে জার্মানী থেকে। তার বাবা, মা এবং বোনের
সাথে। কারণ তার বাবার পদোন্নতি হয়েছে। এমন এক জায়গায় এসে পড়ে যেখানে তাদের বাড়ীটার
অনতিদূরেই একটা কাঁটাতারের বেড়া, এবং সেই বেড়ার ওপাশে বেশ কিছু মানুষ। যারা ডোরাকাটা
জামা ও পাজামা পরে থাকে সবসময়। সব লোকের একই পোশাক। তার কৌতুহল নিবৃত্ত করার চেষ্টা
করে সে, নিবৃত্ত হয় না।
একসময় এই কাঁটাতারের
বেড়ার এপাশ থেকে একটি ছেলের সাথে তার পরিচয় হয়। শুম্যেল তার নাম। একই দিনে যার জন্ম।
আমি চমকে উঠি, শুমেলের কাছে যখন ব্রুনো জানতে পারে, তারা যে জায়গায় আছে, তা আসলে পোল্যান্ড,
জার্মানি নয়। শুম্যেলরা নিজগৃহে পরবাসী। আমি বেশ বুঝতে পারি, অথচ ব্রুনোর কাছে ব্যাপারটা
কোনভাবেই বোধগম্য হয় না। তার এই অবুঝপনার কাছে আমি অসহায় হয়ে পড়ি। আর ভাবি, লেখক কি
সাংঘাতিকভাবে এই উপন্যাসের নির্মান করেছেন! এই নিষ্পাপতা কোন নির্মমতার মাঝখানে এসে
বাসা বেঁধেছে!
ব্রুনোর বাবা সেই
ক্যাম্পের প্রধান। ব্রুনোর কাছে ব্রুনোর বাবা এক আদর্শ পিতা। অথচ সে জানে না, তার বাবা
ঠিক কি কাজ করে। আর এইখানেই দমবন্ধ করা পরিবেশ তৈরী হয়। শুম্যেল জানে, ব্রুনোর বাবা
কেমন। অথচ শুম্যেল মেলাতে পারে না, বাবা এরকম অথচ ছেলে এরকম কি করে হয়? ব্রুনো শুম্যেলের
জন্য প্রতিদিন খাওয়ার নিয়ে আসে। তার সাথে গল্প করে। অথচ, তার বাবার মতো অত্যাচারী জার্মান
সেই কনসেন্ট্রেশান ক্যাম্পে খুব কম লোকই ছিল।
দুটি নয় বছরের
ছেলের চোখে দুই দুনিয়া, একটা কাঁটাতারের বেড়ার এপাশে, ওপাশে। যে কাঁটাতার ভয়াবহ মহাবিশৃঙ্খল
এক স্বর্গ রচনা করেছে, সেই মহাবিশৃঙ্খলতার এক টুকরো সার্থক চিত্রায়ণ এই উপন্যাসটির
পরতে পরতে…
===============
দ্য বয় ইন স্ট্রাইপড পাজামাস
জন বয়েন
অনুবাদকঃ সালমান হক
বাতিঘর প্রকাশনী
মুদ্রিত মূল্যঃ ১৪০/-
ছবি কৃতজ্ঞতাঃ আনিকা
Comments
Post a Comment