শিল্পীর অধিকার

 


শিল্পের ওপর শিল্পীর কি অধিকার থাকে? সৃষ্টির পর? আমি দেখছি, অনেকখানি তা নির্ভর করে তার জনপ্রিয়তার ওপরে। এই যেমন মার্কেজের Until August বইটা। 2024 সালের 6 মার্চ বইটা প্রকাশিত হয়। এবারের বইমেলাতে তার বঙ্গানুবাদও প্রকাশিত হয়ে গেল। মার্কেজ তার জীবদ্দশায় চান নি, এই বইটা প্রকাশিত হোক।

    অথচ মার্কেজের সবচেয়ে উল্লেখযোগ্য বইগুলোর কোন অনুবাদ পশ্চিমবমঙ্গে হয় নি! 'নিঃসঙ্গতার শতবর্ষ' যে কোনদিন Out Of Print হয়ে যেতে পারে। The Autumn Patriarch, Love in the Time Of Cholera, Living to tell the teals, General in his Labyrinth বা Of Love and Other Demons পশ্চিমবঙ্গে অনুবাদের মুখ দেখে নি। বাংলাদেশের হাতে গোনা কয়েকটা বই ছাড়া বাকি মার্কেজ-অনুবাদ পাতে দেওয়া যায় না। অথচ ‘মার্কেজ রচনাবলি’ সার্থক অনুবাদে প্রকাশিত হয়ে যাওয়া উচিত ছিল এতদিনে!

     অর্থাৎ, যে বই পড়তে পরিশ্রম করতে হয় তা থেকে আমরা মুখ ফিরিয়ে নিয়েছি। প্রকাশকেরা অদ্ভুত সব যুক্তি দেখিয়ে প্রকাশ করেন না। মার্কেজের গল্পসমগ্রের অনুবাদের খোঁজ কয়জন জানেন? সেই অনুবাদের মুখবন্ধ লিখেছিলেন সুনীল। কি অন্তর্দৃষ্টি নিয়ে লিখেছিলেন!

     আবার Memories Of My Melancholy W*h*r*e  পশ্চিমবঙ্গেই তিনবার অনুবাদ হয়ে গেছে! আমরা কি দিনে দিনে যৌ*গন্ধ*মুখী সাহিত্যানুগামী হয়ে পড়ছি। অথবা গোয়েন্দা-তন্ত্রগামী? রগরগে খাদ্য কিম্বা বই কিম্বা রিলস্‌ --- আমাদের এখন দারুন পছন্দ।

     Until August আমার সামনে আরেকটা প্রশ্ন এনে দিল। তা হল, বইটা আদৌ প্রকাশ করার প্রয়োজন ছিল কি? নৈতিক দৃষ্টিভঙ্গির এই বিষয়টা মূলত লেখকের ইচ্ছা ও তার সাহিত্যকর্মের প্রতি সম্মানবোধের সঙ্গে জড়িত। গাব্রিয়েল গার্সিয়া মার্কেজ স্পষ্টভাবে চেয়েছিলেন, তার অসমাপ্ত পান্ডুলিপিগুলো যেন প্রকাশ না করা হয়। তিনি তার ব্যক্তিগত নথি ও খসড়াগুলো ধ্বংস করতেও বলেছিলেন। কিন্তু তার পরিবার, বিশেষ করে তার দুই ছেলে, মনে করেছেন যে Until August পাঠকদের সামনে আনা উচিত, কারণ এতে সাহিত্যিক মূল্য রয়েছে।

   আর ঠিক, এখানেই, নৈতিক প্রশ্নটা ওঠে—একজন লেখক যদি চান তার অসমাপ্ত বা অপূর্ণ কাজ না প্রকাশিত হোক, তাহলে তার পরিবারের উচিত ছিল কি তার ইচ্ছার বিরুদ্ধে গিয়ে প্রকাশ করা? যেখানে সেই লেখক সারাজীবনে অনেক লেখা প্রকাশিত করেছেন, এমনকি নোবেলও পেয়েছেন। আবার, অপরদিকে, যদি পাঠক ও সাহিত্যবিশ্ব যদি মনে করে যে এই লেখাগুলোর একটি ঐতিহাসিক মূল্য ও শিল্পমূল্য আছে, তাহলে সেগুলো সংরক্ষণ ও প্রকাশ করা কি অন্যায্য হবে?

   আমাকে কথাগুলো ভাবাচ্ছে।

===========

Until August

Gabriel Garcia Marquez

Publisher : Viking

Printing Price: 799/-

----

দেখা হবে আগস্টে

অনুবাদিকাঃ অরুন্ধতী ভট্টাচার্য

ঋত প্রকাশন

মুদ্রিত মূল্যঃ ২৭৫/-

Comments

Popular posts from this blog

যে বুকে আগুন জ্বলে

শারদীয়া আনন্দবাজার পত্রিকা সম্পর্কে

জেরক্স কপির উন্নত ভার্সানে ‘আবার প্রলয়’ এসেছে