BLACK WARRANT


‘তিহাড় জেল’ কথাটার সাথে আমি যে বিশেষণের সাথে পরিচিত ছিলাম, তা হল, কুখ্যাত। অর্থাৎ, তিহাড় জেলে ভারতের সবচেয়ে অন্ধকার জগতের বন্দীরা থাকে। তিহাড় জেল সম্পর্কে এর বেশি আমার আর কোন ধারনা ছিল না।

      ধারণা ভাঙল ‘ব্ল্যাক ওয়ারেন্ট’ নামে ওয়েব সিরিজটা। NETFLIX-এ সদ্য আগত সিরিজ আমাকে অভিভূত করল।

      BLACK WARRANT = a court order that authorizes the execution of a convicted person. It's also known as a death warrant or execution warrant.

      সুনীল গুপ্তা এবং সুনেত্রা চৌধুরী মিলে একটি বই লেখেন, আজ থেকে প্রায় পাঁচ বছর আগে, ২০১৯ সালে। এই সুনীল গুপ্তা তিহাড় জেলের জেলার ছিলেন। মাত্র ১৭৮ পেজের এই বইটা থেকে যে ওয়েব সিরিজ বানিয়ে দেখালেন Vikramaditya Motwane এবং Satyanshu Singh, তা বিস্ময়কর। আট পর্বের এই সিরিজ এক টুকরো দলিল।

      এই সিরিজ কোন আঙ্গিককেই বাদ দেয় নি। জেলারদের ব্যক্তিগত সমস্যা, জেলের অভ্যন্তরীণ সমস্যা, রাজনৈতিক উত্থান-পতনে এর প্রভাব, জেলবন্দীদের রোজনামচার টুকরো টুকরো ছবি, জেলের নিজস্ব জগতের আলো-অন্ধকার --- সবকিছুই জড়িয়ে গেছে এই সিরিজে। আর এমন সুন্দরভাবে জড়িয়ে একটা প্রেজেন্টেশান হয়েছে যে, কেউ কাউকে ডমিনেট করে না। বরং সুন্দরভাবে প্রতিস্থাপন করে।

      আমার মনে হয়, এই সিনেমার যাবতীয় সূত্র লুকিয়ে রয়েছে এর স্ক্রীপ্টে। স্ক্রীপ্ট নিজেই এত তাগড়াই, যে, বাকি কাজটা অনেক সহজ হয়ে গেছে। আর সেই সাথে অভিনেতারা --- Zahan Kapoor, Rahul Bhat, Paramvir Singh Cheema, Anurag Thakur --- এদের কাউকেই আমি আর আগে কোন সিনেমায় অভিনয় করতে দেখি নি। চারজনেই এই সিরিজে ফাটিয়ে দিয়েছে, জীবন্ত করে তুলেছে চরিত্রগুলোকে। Sidhant Gupta, Joy Sengupta, Tota Roy Choudhury, Rajendra Gupta যথাযথ।

      এই সিরিজের ঘটনাবহুলতার মধ্যেকার যে ঠাস বুনোট, আমাকে আচ্ছন্ন করে রাখে। রেখেছে। এমন কথা আমি বলতে পারি, এই সিরিজ দিয়ে আমার এ বছরের শুরুটা দারুন হল। কারন, এমন সিরিজের দেখা কালেভদ্রে মেলে।

  

Comments

Popular posts from this blog

যে বুকে আগুন জ্বলে

শারদীয়া আনন্দবাজার পত্রিকা সম্পর্কে

জেরক্স কপির উন্নত ভার্সানে ‘আবার প্রলয়’ এসেছে