সেরা পাঁচ বই ২০২৪

আমার কাছে অনেকেই আবদার করেছেন, এ বছরে আপনার পড়া বইগুলোর একটা লিস্ট দিন। প্রথম কথা, আমি এমন কেউকেটা নই যে লিস্ট করব। বছরের শেষে লিস্ট পোস্ট করা লজ্জাকর ব্যাপার, আমার কাছে, কারন, আমার মনে হয়, লিস্ট দিলে কারোরই কোন উপকার হয় না। সারা বছর ধরে আমি নিজের পড়া বইয়ের রিভিউ লিখি, পোস্ট করি, যদি উপকার কোথাও থেকে থাকে, তাহলে সেই পোস্টগুলোতেই আছে। এই পর্যায়ে লিস্ট দিলে সেটা ঢাক পেটানোর মতো লাগে আমার কাছে। আর তাছাড়া, বলার মতো সংখ্যাও নয় আমার পাঠ্য বইয়ের। পঞ্চাশটাও বছরে পেরোয় কি না সন্দেহ আছে। ফলে লিস্ট করা বাতুলতা। 

         তবে এ বছরে আমার পড়া সেরা পাঁচটি বইয়ের নাম দিতে পারি। আমার মনে হয়, সেটা আমার পড়ার ওপর খানিকটা সুবিচার, আমি নিজে অন্ততঃ, করতে পারব। সারা বছর মনের গতিপথটাকে ধরার এইটাই সেরা পন্থা মনে হয়েছে আমার। 

         বাছতে গিয়ে একটা ব্যাপার আমার মনের মধ্যে বিস্ময় তৈরী করেছে। আমি একটাও পশ্চিমবঙ্গীয় লেখকের লেখা বইয়ের নাম মনে করতে পারছি না! আমি শারদীয়ায় পড়া এমন কোন লেখার কথাও মনে করতে পারছি না, যা আমার মনে দাগ কেটে গিয়েছে? কেন? আমি জানি না।



          আমার যে পাঁচটা বইয়ের কথা মনে পড়ছে সেগুলো হল --- 

১। Beauty and Sandness - আমার পড়া এই বছরের সেরা বই নিঃসন্দেহে। এই একটাই বই আমি পরপর দুইবার পড়েছি। ভাবতে পারি নি সংসারের এমন জটিল সম্পর্কের কথাও লেখা যায়। দস্তয়েভস্কিও এতটা ভাবতে পারেন নি। কারন দস্তয়েভস্কির সময়ে এত গহীন অন্ধকার ছিল না। দস্তয়েভস্কির সময়ে ফ্রয়েড ছিলেন না। দস্তয়েভস্কি কোন বিশ্বযুদ্ধ দেখেন নি। দস্তয়েভস্কির সমাজে অন্য কোন সমাজের ঢেউ এসে আছড়ে পড়ে দখল করে নি। OLD যে কীভাবে সম্পর্কে Power Dynamics চেঞ্জ করে, কি অবলীলায় মানুষ অন্ধকারকে বেছে নিতে পারে, এই বই এক মর্মান্তিক উদাহরণ। অন্ধকারের বই অন্ধকারেই শেষ হয়েছে। জীবনটাই যে অন্ধকার! পেঙ্গুইন থেকে বেরোনো বইটার দাম ৪৯৯ টাকা।

 

২। বিনতা - দস্তয়েভস্কির এই বইটার কথাই আমার মনে আসে, কারন, দস্তয়েভস্কির প্রতি প্রেম নয়, এই বইয়ের গভীরতা আর তার তুল্যমুল্য অনুবাদের জন্য। অরুণ সোমের অনুবাদে বইটি বেরিয়েছে প্রতিক্ষণ থেকে, দাম ২০০ টাকা। বইটা পড়ার পরে, তখনও মনে হয়েছিল, এখনও মনে হয়, বইটা পড়া হয় নি ঠিক করে। আবার পড়তে হবে।

 

৩। Knief - জান্তব অভিজ্ঞতা। কিছু সত্যি ঘটনাকে অস্বীকার করা যায় না। চাইলেও করা যায় না। আমার রাতের ঘুম কেড়ে নিয়েছিল এই বইটা। আজও লাইনগুলো মনে পড়ে -- “Language, too, was a knife. It could cut open the world and reveal its inner workings, its secrets, its truths. It could cut through from one reality to another. It could call bullshit, open people’s eyes, create beauty. Language was my knife.” পেঙ্গুইন থেকে বেরোনো বইটার দাম ৬৯৯ টাকা।

 

৪। To The Lighthouse - ভার্জিনিয়া উলফ্‌ আমার মনের গতিধারাকে অবলোকন করার প্রথম সুযোগ দেন। Stream Of Consciousness নামক ব্যাপারটার সৌন্দর্য প্রথম আমাকে বুঝিয়ে দিল ভার্জিনিয়া। এ বই কফি খাওয়ার মতো একটু একটু করে... আনন্দ ও বিস্ময়ের সঙ্গে সঙ্গে... পড়তে হয়।

 

৫। স্বর্ণমন্দির - ইয়োকো মিশিমা অদ্বিতীয়, অবিস্মরণীয়। মূলত জাপানী সাহিত্যের প্রতি দৃষ্টিকোন বদলে দেওয়া একটা বই। অভিজিৎ মুখার্জীর সার্থক অনুবাদের কারনেই সম্ভব হয়েছে, এ নিয়ে আমার, অন্তত, কোন সন্দেহ নেই। মানুষের গহীন ঘন অন্ধকারের মুখোমুখি হওয়া এই বই দিয়েই আমার বছর শেষ হয়েছে। হাতে দুটো দিন থাকা সত্ত্বেও আমি অন্য কোন বই পড়তে পারি নি। তার কারনই এই বইটা। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে থেকে প্রকাশিত বইয়ের দাম ৩৫০ টাকা।

 

         এছাড়া কিয়েগো হিগাশিনো-র 'দ্য ডিভোশান অফ সাসপেক্ট এক্স'-এর কথা মনে পড়ছে। গোয়েন্দা গল্প যে এত উপভোগ্য হতে পারে, যাস্ট ভাবা যায় না। এই পর্যায়ে ওনার 'স্যালভেশান অফ সেইন্ট'-ও থাকবে অবশ্যই। আমি প্রথমটা বেছেছি বিশেষ করে, কারন, ওই বইটার অমন অদ্ভুত এক টুইস্ট!

 

         ও হ্যাঁ... একটাই বাংলা বই মনে পড়ছে, একেবারে শেষবেলায় এসে, আর তা হল 'উজানজল'। অবাক করার মতো ব্যাপার হল, এই একটাই ছোটগল্প সংকলন মনে পড়ছে!

          সব্বাইকে Happy New Year-এর অগ্রিম শুভেচ্ছা রইল। আপনাদের পড়া সেরা বইগুলো কোন কোনগুলো? কমেন্টসে জানালে, আমি নতুন বছরে অবশ্যই পড়ার চেষ্টা করব। আশা করি, ঋদ্ধও হব... 

Comments

Popular posts from this blog

যে বুকে আগুন জ্বলে

শারদীয়া আনন্দবাজার পত্রিকা সম্পর্কে

জেরক্স কপির উন্নত ভার্সানে ‘আবার প্রলয়’ এসেছে