না উত্তর
বনজ্যোৎস্নার নিথর শীতলতা থেকে আর্তনাদ উঠে আসে,
"রাত কত হল?"
মেলে না উত্তর।
একটু পরে, ঘামে ভেজা অন্ধকার জিজ্ঞাসা করে,
"ভোর কি হল?"
পেল না উত্তর।
আবার, ক্লান্ত রাতপাখী প্রশ্ন করে, করুণ স্বরে,
"আলো কোথায়?"
এল না উত্তর।

Comments
Post a Comment