কেন...

অনেকদিন পর... মনে পড়ে গেল... দুটো চোখের ভাষা... পাতলা চশমার ভেতর থেকে যে চোখ কেবল চেয়ে থাকত... কথা বলতে চাইত সে... কিন্তু সামনে এলে সমস্ত ভাষা তার দুটো চোখে এসে আটকে যেত...

স্কুলজীবনের সে চোখ দুটোর কথা আজ মনে ভেসে এল...

কেন...

আমার পেনের কালি ফুরিয়ে গেলে সে চাইত তার পেনটাই যেন আমি নিই... তার পেনের কালি ফুরিয়ে গেলে আমার দিকে চাইত সবার আগে... একটা পেন আজও ফেরত পাই নি...

কেন...

বহুদিন পর... একদিন হঠাৎ... তার বাড়ী গিয়ে দেখি... মেয়েদের সেন্টের শিশি... হেসে জিজ্ঞাসা করেছিলাম, এ মা... তুই মেয়েদের সেন্ট মাখিস...

সে লজ্জায় লাল হয়ে বলেছিল, তুই মাখতিস... ব্যাচে পড়তে আসার সময়... মনে নেই তোর... আমার গন্ধটা খুব ভাল লাগত... তাই রাখি... মাখি না... মাঝে মাঝে গন্ধটা নিই... ভালো লাগে...

কেন...

সে এক গল্প, মস্ত বড়ো গল্প, তোকে বলার ছিল... বলা হয় নি... শুনবি...

হ্যাঁ শুনবো...


कहानी सुनो जुबानी सुनो हन… मुझे प्यार हुआ था इकरार हुआ था…



Comments

Popular posts from this blog

যে বুকে আগুন জ্বলে

জেরক্স কপির উন্নত ভার্সানে ‘আবার প্রলয়’ এসেছে

শারদীয়া আনন্দবাজার পত্রিকা সম্পর্কে