এই যে ছুটি

 


এই যে ছুটি

========

আমার ছুটি নিরালাতে, আমার ছুটি ঘর ছাড়িয়ে

আমার ছুটি অচিন গ্রামের অচিন মাঠে দিক হারিয়ে।


যেখান থেকে এক নিমেষে দিগন্তলীন তেপান্তর, 

যেখানেতে সবই ধূ ধূ, আকাশ-মাটি, নেই চরাচর।


সেই মাঠেরই আলের ওপর, আমার ছুটি এক লহমায়,

গাছের ফাঁকে চোখ চলে যায়, সূর্য ডোবার নিবিড়তায়।


সেই গ্রামেতে ফিরছে গরু, ফিরছে মানুষ কাস্তে হাতে

ঘুরছে শেয়াল বন বাদাড়ে, সরষে ক্ষেতের ইশারাতে।


আমার ছুটি, ঠিক তখনই, হতভাগার বুকের মাঝে। 

এক শালেতে জড়াজড়ি, নিবিড় করে, শীতের সাঁঝে। 


আমার ছুটি এই অবেলায়, হঠাৎ করেই, কোলের কাছে 

আমার ছুটি এমন করেই, তোমার কাছে, তোমার মাঝে।

Comments

Popular posts from this blog

যে বুকে আগুন জ্বলে

জেরক্স কপির উন্নত ভার্সানে ‘আবার প্রলয়’ এসেছে

শারদীয়া আনন্দবাজার পত্রিকা সম্পর্কে