The Good Nurse



আমি এখনও থম মেরে আছি। এখন অনেক রাত। আমার ভয় করছে। নিজেকে মনে হচ্ছে অরক্ষিত। সমাজের তৈরী করা সমস্ত সুরক্ষার মাঝখানে নিজেকে অরক্ষিত মনে হচ্ছে। মনে হওয়ার কারণ --- Charles Edmund Cullen

       এই কুলেন সাহেব থাকতেন নিউ জার্সিতে। সেখানকার হসপিটালগুলোতে কাজ করেছেন প্রায় ষোল বছর ধরে। একের পর এক হাসপাতাল থেকে কিছুদিন অন্তর অন্তর বিতাড়িত হয়েছেন, আবার নতুন কোন হাসপাতালে জয়েন করেছেন, নার্স হিসাবে। মেল নার্স।

       এই নার্সটির ব্যবহার ছিল অত্যন্ত ভদ্র, অমায়িক। সিনেমায় আমরা যেমন দেখি। বা একটা সভ্য সমাজে ঠিক যেমনটি হওয়া উচিৎ আর কি। এই যেমন অ্যামির কথাই ধরুন না কেন। দুই মেয়ের মা একই হাসপাতালের নার্স অ্যামির ছিল হার্টে সমস্যা। তার হার্ট ট্রান্সপ্ল্যান্ট করার আশু প্রয়োজন, কিন্তু পর্যাপ্ত অর্থ নেই, মেডিকেল ইন্সুরেন্স পেতে পেতে আরও চার মাস লাগবে, এমন সময় তার কলিগ হিসাবে আসে এই চার্লস ওরফে চার্লি। একমাত্র চার্লি টের পেয়েছিল তার এই সমস্যাটাকে। চার্লি তার সহায় হয়, তাকে আগলে আগলে রাখে, এমনকি মেয়েদের সাথে অ্যামির যে দূরত্ব তৈরী হয়েছিল সেটাকেও কমাতে পর্যাপ্ত সহায়তা করে। 

       আর এরই পাশাপাশি, হাসপাতালে ঘটতে থাকে একের পর এক মৃত্যু। এই মৃত্যু কেমনভাবে? রোগীদের স্যালাইনের মধ্যে সূচারুরূপে অতিরিক্ত পরিমান ইনসুলিন দিয়ে।

       এই চার্লি, বলা হয়, এখনও পর্যন্ত কমপক্ষে ৪০০ জনকে হত্যা করেছে। যদিও, মাত্র ২৯ জনের মৃত্যু, কিম্বা হত্যা সামনে এসেছে। কিন্তু কেন এই হত্যা? কি কারণে এমনভাবে মানুষকে মেরে ফেলত সে? হাসপাতাল থেকে হাসপাতাল, জীবন থেকে জীবনে দৌড়ে চলা চার্লি কেনই বা এত ভাল একটা মানুষ। সত্যি কথা বলতে, যারা যারা তাকে চিনত বন্ধু হিসাবে, কলিগ হিসাবে, তাদের প্রত্যেকেরই একই বক্তব্য, এমন ভাল মানুষ, এমন হেল্পফুল মানুষ খুব কমই দেখা যায়। কিন্তু চার্লি যে হাসপাতালেই থাকত, সেখানেই মৃত্যু ঘটত একের পর এক, এমনকি একদিনে প্রায় তিন-চারজনেরও মৃত্যু হয়েছে! অদ্ভুত ব্যাপার, কোন হাসপাতাল কর্তৃপক্ষই কোনদিন তার বিরুদ্ধে কোন অভিযোগ করে নি পুলিশে। তার একটাই কারণ, প্রয়োজনীয় প্রমাণের অভাব, এবং তার থেকেও বড়ো ব্যাপার, হাসপাতালের ইমেজ নষ্ট হওয়ার প্রবল আশঙ্কা।

       Eddie Redmayne কে প্রথম দেখি Les Misérables-এ। খুব একটা চোখে পড়ে নি, তার বড়ো কারণ ওখানে আরও তিন মহারথী ছিলেন। মুগ্ধ হই The Danish Girl দেখে, মুগ্ধতা বজায় থাকে একই রকম Theory Of Everything দেখেও। যদিও Fantastic Beast সিরিজটা না করলেই পারতেন। সেখানে তাকে এমন কিছু আহামরি লাগেনি। আর তারপর এই The Good Nurse সিনেমায়। বাপ রে বাপ! হত্যাকারীর ভূমিকায় তার সে কি দৃষ্টি! চাল চলন! হাটা, কথা বলা! এককথায় এক-একসময় নিজেই শিউরে উঠেছি দেখতে দেখতে।

       আর Jessica Chastain কেও আমি বেশ পছন্দ করি। Zero Dark Thirty হোক, কিম্বা Intersteller, কিম্বা The Martian --- অসাধারণ অভিনয়। এখানেও যথাযথ সহায়তা করেছেন। তার চোখে মুখে অবিশ্বাস, কিন্তু সন্দেহ না করেও থাকতে না পারা, বা মেয়েদের সঙ্গ দেওয়ার অপারগতা, সর্বোপরি নিজের শারিরীক অসুস্থতা, যা তাকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে একটু একটু করে, সেই অসহায়তা --- মুখমন্ডলে একের পর এক তার ছায়া আসে যায়এক কথায় অনবদ্য অভিনয়।

       ভালো কথা, আসল চার্লির জেল হয়েছে। তাকে জেলে থাকতে হবে ২৪০৩ সাল পর্যন্ত। মানে তার মাত্র ৪০০ বছরের জেল হয়েছে। তারপরেও যদি সে বেঁচে থাকে, তাহলে প্যারোলে ছাড়া পেতে পারে। যদিও, তার এই হত্যাকাণ্ডের কারণ আজও জানা যায় না। মানে এ ব্যাপারে হত্যা কবুল করা ছাড়া সে আর কোন কথা বলে নি। আজও নিঃশব্দে তার শাস্তিজীবন কাটিয়ে যাচ্ছে নিউ জার্সি স্টেট প্রিজনে।

=====================

The Good Nurse

Cast: Jessica Chastain, Eddie Redmayne, Nnamdi Asomugha, Kim Dickens, Noah Emmerich

Director: Tobias Lindholm

Duration: 121 mins

Comments

Popular posts from this blog

যে বুকে আগুন জ্বলে

জেরক্স কপির উন্নত ভার্সানে ‘আবার প্রলয়’ এসেছে

শারদীয়া আনন্দবাজার পত্রিকা সম্পর্কে