Monica O My Darling

 



রাজকুমার রাও আমার অন্যতম প্রিয় অভিনেতা। একটা সময় ওর অভিনয় দেখতে দেখতে, আমার মনে হয়েছিল, স্ক্রীনে যদি একবার সে ঢুকল, তো উল্টোদিকে যে বা যারাই থাক না কেন, ও স্ক্রীন নিয়ে চলে যাবে। HIT: The First Case দেখার পর মনে হয়েছিল, যদি সিনেমা তেমন মনোগ্রাহী না হয়েও থাকে, তাহলেও, রাজকুমারের জন্যেই সিনেমা দেখা সম্ভব।

      আজ এই ভুল ভেঙে গেল।

      ভুল ভাঙলেন রাধিকা আপ্টে।

      Monica, O My Darling সিনেমায় রাধিকা ঢুকলেন যতক্ষণে, ততক্ষণে সিনেমা ৫৯ মিনিট হয়ে গেছে। কিন্তু তারপর থেকে যেকটা স্ক্রীন রাজকুমার রাওয়ের সাথে শেয়ার করেছেন, তার প্রায় প্রত্যেকটাই ছিনিয়ে নিয়ে গেছেন। নিয়ে যাওয়ার একটা বড়ো কারণ, এরকম রাধিকা আপ্টেকে আগে দেখি নি, অন্তত বলিউডে; আর আরেকটা বড়ো কারন, তার অনবদ্য কমিক সেন্স। ফলে শেষ একটি ঘন্টা তারা দুজনেই সিনেমাটাকে মাতিয়ে দিয়েছেনএর সাথে যোগ্য সহায়তা করেছেন হুমা কুরেশি। তবে, এর সাথে, আমার কিন্তু, বেশ ভালো লেগেছে সেকন্দর খের-কেও

      ঘটনাটা এগিয়েছে একের পর এক খুনের সাথে সাথে, কিন্তু, তার সাথে কমিক টাইমিং মারাত্মক, যার প্রয়োগের বুদ্ধিদীপ্ততা আমার অসম্ভব সুন্দর লেগেছেসেই সাথে সেটাকে আরোও একটা উচ্চতায় নিয়ে যাওয়ার জন্যে --- ব্যাকগ্রাউন্ড মিউজিক, যগ্য সহায়তা করেছেসত্যি কথা বলতে কি, সব মিলিয়ে সিনেমাটা প্রশংসনীয়ভাবে উতরে গেছে।

      এ প্রসঙ্গে একটা কথা বলা যেতেই পারে, বেশ কয়েক বছর ধরে বলিউড অনেক অদ্ভুত অদ্ভুত বিষয় নিয়ে এক্সপেরিমেন্ট করে চলেছেএবং সেই সিনেমাগুলোতে বেশ কয়েকজন ভালো ভালো অভিনেতা বা অভিনেত্রীকেও দেখতে পাচ্ছিএই রাজকুমার রাও-য়ের কথাই ধরুন না কেন। হরর কমেডি জঁর-টা (Stree) তার আগে কি কেউ তেমনভাবে সপ্রশংসনীয় অভিনয় দিয়ে দর্শক টানতে পেরেছিল? কিম্বা Trapped-এর মতো প্রায় একক মুভি? তবে এই প্রশংসা শুধু রাজকুমার রাওয়েরই নয়, বাকি লেখক-ক্যামেরাম্যান-সঙ্গীতকার-পরিচালক-প্রযোজক সমেত সবার, অবশ্যই। কিন্তু এই ধরনের একটু অন্যরকমের সিনেমা এবং সেই সাথে পাল্লা দিয়ে তার পরিবেশনা যেমন সেখানে হচ্ছে, টলিউড, বোধহয়, সেই তুলনায়, ততটাই পিছোচ্ছে। এমন সিনেমা দেখার আশা, অন্তত বাংলা সিনেমায় অদূর ভবিষ্যতেও হওয়ার সম্ভবনা কম।

      তার কারণ কি, আমি জানি না। তবে রাজকুমার রাওয়ের মতো অভিনেতা আমাদের এখানে কি আছে? থাকলেও হাতেও গোনার প্রয়োজন নেই। মুখে বললে বড়জোড় আধ মিনিটেই শেষ। শুধু তাই নয়, তাদের অনেককেই সেভাবে ব্যবহার করার কথাও খুব কম পরিচালকই ভাবতে পারেন। সেখানে বলিউডের ভাঁড়ারে কিন্তু একঝাঁক অভিনেতা, অভিনেত্রী, এমনকি পার্শ্ব অভিনেতা-অভিনেত্রী পর্যন্ত! ইরফান খানের শূন্যতা অবশ্যই পূরণ হবে না। কিন্তু ইরফানের দেখানো পথে একঝাঁক অভিনেতা যেভাবে এগিয়ে এসেছেন তাতে, দুঃখ হয়, বাংলা ইন্ডাস্ট্রী, এখনও সেই শূন্যস্থান পূরণ করতে চরমভাবে অক্ষম।

      তো, যেটা বলছিলাম, Monica, O My Darling সব মিলিয়ে বেশ ইন্টালিজেন্ট পরিবেশনা। এমন সিনেমার জন্যে মুখিয়ে থাকা যায়।

      ভালো কথা, ভাসান বালা এই পরিচালকের ডিরেক্টর। তার নাম আগে শুনিনি, কোন সিনেমাও দেখিনি। তার এই সিনেমাটা বেছে নেওয়ার চ্যালেঞ্জ এবং সেটা সসন্মানে উতরে দেওয়ার জন্যে একটা বড় প্রশংসা অতি অবশ্যই প্রাপ্য।

 

====================================

 

Monica, O My Darling

Cast: Rajkummar Rao, Radhika Apte, Huma Qureshi

Director: Vasan Bala

Duration: 130 minutes

OTT Release: NETFLIX


Comments

Popular posts from this blog

যে বুকে আগুন জ্বলে

জেরক্স কপির উন্নত ভার্সানে ‘আবার প্রলয়’ এসেছে

শারদীয়া আনন্দবাজার পত্রিকা সম্পর্কে