Downton Abbey: A New Era




এভারেস্টে উঠে সেখান থেকে সারা দুনিয়াকে দেখা, অসাধারণ একটি দৃশ্য, সন্দেহ নেই। যদি, এমন হয়, আপনাকে হেলিকপ্টারে করে সেখানে কিছুক্ষণের জন্যে বেঞ্চে একা, কিম্বা সপরিবারে, বা সমভিব্যহারে বসিয়ে মনোরম দৃশ্যাবলী দেখানোর ব্যবস্থা করা হয়, আপনি, চাই কি, লাখ দশেক কি বিশেক টাকা খরচ করেও দেখতে পারেন। কিন্তু যদি বায়না ধরেন, আপনি সেখানেই থেকে যাবেন কয়েকদিনের জন্য, তাহলে, আপনার সবেধন নীলমণি ওই প্রাণসত্ত্বাটিকে হয়তো একটি রাত্রের মধ্যেই খুইয়ে বসতে হবে।

এভারেস্টে উঠলে নামতে হয়। তেমনই কোন একটা সিরিজ টাইপের জনপ্রিয় চলচ্চিত্র শুরু হলে যথাসময়ে শেষ করাটাই বুদ্ধিমানের কাজ। Downtown Abby পাঁচটি সিজনেই শেষ করে দেওয়া হয়েছিল। সঠিক সিদ্ধান্ত ছিল। তারপর দর্শকের বিপুল চাহিদায় যখন ষষ্ঠ সিজন এল, দেখা গেল, সিরিজটি মার খাচ্ছে। মানে অনেকটাই টেনে বাড়ানো হচ্ছে। অর্থাৎ কি না, ঝোলে জল মেশানো হচ্ছে। তবুও তারা মরিয়া হয়েই ঘোষণা করেছিলেন, অদূর বা সুদূর ভবিষ্যতেও, এর আর কোন সিজন আসবে না। ইতি সমাপ্ত...

কিন্তু, তা সত্ত্বেও, যখন আবার একে সিনেমায় রূপ দেওয়া হল, তখন বোঝা গেল, এবার 'অতি লোভে তাতী নষ্ট হবে। আগের সিনেমায় ব্রিটেনের রাণীকে নিয়ে এসেও খুব একটা মনোগ্রাহী করা যায় নি। এবার তো টকি সিনেমা আনিয়ে ব্যাপারটাকে আরও ‘ধুসসস...’ করে দেওয়া হল। অর্থাৎ, ঝোলে জল ছাড়া আর কিছু দেখা যাচ্ছে না।

তদসত্ত্বেও দেখবেন কেন? যদি চরিত্রগুলোর ওপর একটা মায়া পড়ে যায়, যেমন আমার পড়েছে, তাহলে দেখতে পারেন। কিন্তু একটা সিজন জুড়ে, মানে ধরুন দশ পর্বে একটা ওয়েব সিরিজ দেখাতে হলে অনেক মুখ্য চরিত্রের প্রায় প্রত্যেককেই ধরে ধরে জাস্টিফাই করা যায়, একটা দুই ঘন্টার সিনেমায় অতগুলো চরিত্রকে ঠিকঠাক ব্যালেন্স করে ধরে রাখতে হলে ‘অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট’ হয়ে যায়। এটাতেও তাই হল। অসম্ভব সুন্দর সুন্দর চরিত্রের অনেকেই কে কি করবে বুঝতে না বুঝতেই সিনেমা শেষ। আর সাথে নতুন গল্পের কারণে আরও অনেক চরিত্র ঢুকে কেমন যেন ‘হরেকরকমবা’ হয়ে গেল।

মোদ্দা কথা, যদি এই ফ্র্যাঞ্চাইজি আরও সিনেমা বানানোর পরিকল্পনা করে, তাহলে কিন্তু, বড়ো হতাশার কথা। কারণ, যে চরিত্রগুলো এত প্রাণের হয়ে রয়েছিল, এবার তাদের ওপরেই বিতৃষ্ণা জাগা শুরু হবে এবং এক সময়ে সিনেমাগুলোর সাথে সাথে মূল ওয়েব সিরিজটার ভালো লাগাটাও জনমানস থেকে আস্তে আস্তে মুছে যাওয়ার আশঙ্কা থাকতে পারে।

Downton Abbey: A New Era --- সিনেমার নাম থেকেই আন্দাজ করা যাচ্ছে যে পুরোনোদের এবার ‘টা টা’ হওয়ার সময়। নতুনেরা আস্তে আস্তে স্ক্রীণ জুড়ে বসবে। আশানুরূপভাবেই তাই হয়েছে। আস্তে আস্তে পুরোনো যারা তারা জায়গা থেকে সরছে। অল্প পুরোনো যারা তাদের কেউ কেউ, বোঝাই যাচ্ছে, পরের সিকোয়েলে আর থাকবেন না। আর যে যে সম্পর্কগুলো অমীমাংসিতভাবে রাখা হয়েছিল, তাদের অনেককেই মিলিয়ে দেওয়া হল।

এবার এটাই দেখার, এর পরবর্তী সিকোয়েল এলে বাকি চরিত্রদের ভাগ্যে কি লেখা আছে। এর বেশি কৌতুহল জাগিয়ে রাখতে এই ফ্র্যাঞ্চাইজি অক্ষম। অন্তত, আমি তো পরের সিকোয়েল এলে দেখবো কি না জানি না। 

 

=====================================

 

Downton Abbey: A New Era

Cast: Hugh Bonneville, Jim Carter, Michelle Dockery, Elizabeth McGovern, Maggie Smith, Imelda Staunton, Penelope Wilton etc.

Director: Simon Curtis
Duration: 125 minutes

OTT Platform: Amazon Prime

Comments

Popular posts from this blog

যে বুকে আগুন জ্বলে

জেরক্স কপির উন্নত ভার্সানে ‘আবার প্রলয়’ এসেছে

শারদীয়া আনন্দবাজার পত্রিকা সম্পর্কে