অন্তিম প্রার্থনা

 



লোকটার ইচ্ছা হল একবার দক্ষিণেশ্বর যাবে,

মায়ের কাছে মানত করবে, কান্নাকাটি করবে, প্রার্থনা করবে

    কারণ

লোকটা একটা নিতান্তই হতভাগা, তার এমনই নিজেকে মনে হয়।

 

লোকটা ভাবল অনেক, কি চাইবে

   অনেক দুঃখ, হতাশা, বিশ্বাসঘাতকতা আর মর্মযন্ত্রণার পরে

এখন সে মানুষটা যেন আগের মতো নেই

    মানে যেমনটা সে ছিল আগে, কিম্বা অতীতে, কিম্বা হতে চেয়েছিল

 

সম্পর্কের অযুত নিযুত অমীমাংসীত লড়াই

   কিম্বা কোটি কোটি দায়িত্বের বোঝা তাকে পেড়ে ফেলেছে।

হয়তো বুকের পাজর ঝাঝরা হয়ে গেছে ইতিমধ্যেই

 

   সে চায়, মুক্তি

      সে চায়, প্রতিশোধ

         সে চায়, প্রতিকার

 

বুকের কোন এক কোনে এখনও আগুন জ্বলে ---

          ধিকিধিকি, কিম্বা দাউদাউ

সে আগুন বাইরে থেকে যায় না দেখা

    কেউ টেরও পায় না

তার মারতে ইচ্ছা করে, তারপর মরে যেতে ইচ্ছা করে।

 

তারপর একদিন এক সন্ধ্যায়,

       যখন অবশেষে মায়ের মুখোমুখি হল,

কাটা কলাগাছের মতন ধপাস করে প্রণত হল।

                    আর

কেবলমাত্র একটা কাতর বাক্যই মুখ থেকে বেরিয়ে এল,

                            মা, আমি বড়ো ক্লান্ত---

Comments

Popular posts from this blog

যে বুকে আগুন জ্বলে

জেরক্স কপির উন্নত ভার্সানে ‘আবার প্রলয়’ এসেছে

শারদীয়া আনন্দবাজার পত্রিকা সম্পর্কে