প্রতিধ্বনি
"ইদানীং আমার আর কিছুই ভাল লাগে না"
এই কথা বলতে বলতে
যে লোকটা একদিন চিতায় উঠল
তার গলা স্তব্ধ হল বটে
তার আওয়াজ ভেসে বেড়াতে লাগল
বাতাসে বাতাসে
এই কথাটা আমি প্রায়ই শুনি
প্রায়ই আমার বুকের ভেতর থেকে
কে যেন বলে ওঠে,
"আমারও কিছু ভালো লাগছে না।"
সে কে?
জানি না।
কেবল জানি
তার কিছুই ভাল লাগছে না।
আকাশে বাতাসে কেবল তারই প্রতিধ্বনি...
=============================
[ছবিঃ ইন্টারনেট]
Comments
Post a Comment