দ্বিতীয় সীজন প্রথম সীজনকেও ছাপিয়ে গেছে

 


এই লেখাটা যখন আমি লিখছি, তখনও, অনেকখানি আচ্ছন্ন হয়ে আছি। আচ্ছন্ন হয়ে আছি শেফালি শাহ্‌র অভিনয়ে। আচ্ছন্ন হয়ে আছি রসিকা ডুগল, রাজেশ তাইলং, তিলোত্তমা সোমের অভিনয়ে। আমার বারবার মনে হচ্ছিল ঘটনাটা যেন আমার সামনে ঘটছে। আর মনে হচ্ছিল, এমন একটা ঘটনা দিল্লীতে ঘটে গিয়েছিল, দিল্লী এর সাক্ষী ছিল।

এই ওয়েব সিরিজের প্রথম সীজন ইন্টারন্যাশনাল এমি এওয়ার্ডস পেয়েছিল। আমার মনে হয়, এই সীজনটা, আগের সিজনের থেকেও অনেক বেশি ভাল হয়েছে। এখানে খুব ছোট ছোট চরিত্রগুলোও এক্কেবারে বাস্তবোচিত অভিনয় করেছে। ফলে সব মিলিয়ে সম্পূর্ণ ওয়েব সিরিজটা হয়ে উঠেছে অদ্ভুত রকমের ভালো।

শেফালি শাহ্‌কে যত দেখছি তত অবাক হচ্ছি। কি মাপের অভিনয় যে উনি করতে পারেন, যাস্ট ভাবা যায় না। শুধুমাত্র মুখমন্ডল দিয়ে যে এই মাপের রিএকশান দেয়া যায় তা ওনাকে না দেখলে বিশ্বাস হয় না। আর চোখদুটো! হায় ঈশ্বর! যে চোখদুটো দিয়ে ‘আজীব দাস্তান’ সিনেমায় রোমান্স করেছেন, সেই চোখ দুটোতেই এখানে কখনও আগুন ঝরেছে, কখনও ক্লান্তি এসেছে, কখনও পরাজয় এসেছে, কখনও স্নেহ ঝরে পড়েছে, কখনও উদ্বিগ্ন হয়েছে, আবার কখনও জয়ের আনন্দ ঠিকরে পড়েছে। সব মিলিয়ে এই চোখ দিয়ে এত কথা, অত সুক্ষ্ম সুক্ষ্ম অনুভূতি এক এক লহমায় যে দেখানো যেতে পারে তা না দেখলে সত্যিই বিশ্বাস করা কঠিন।

রিচা মেহেতার লেখা, তনুজ চোপড়ার ডিরেকশান আর ডেভিড বোলেনের ক্যামেরা যেন কথা বলেছে। সব মিলিয়ে দ্বিতীয় সীজন প্রথম সীজনকেও ছাপিয়ে গেছে। এখন আরেকটা এমির অপেক্ষায় আমরা থাকতেই পারি...

=================================

Delhi Crime Season 2

Cast: Shefali Shah, Rasika Dugal, Rajesh Tailang, Tillotama Shome

OTT Platform: Netflix

Comments

Popular posts from this blog

যে বুকে আগুন জ্বলে

জেরক্স কপির উন্নত ভার্সানে ‘আবার প্রলয়’ এসেছে

শারদীয়া আনন্দবাজার পত্রিকা সম্পর্কে