জটিল আবর্ত
আমাদের মধ্যে সবচেয়ে চমকে দেওয়া পার্টি
হল সমর্পিতা। একে শিল্পী তায় মহিলা, ফলে আবেগপ্রবণ হয়ে এমন সব কথা মাঝে মাঝে বলে ফেলে
যে আমরা চমকে যাই। যেমন সে হঠাৎ করেই কয়েকদিন আগে বলে ফেলল,
“জানিস, মাঝে মাঝে আমার মনে হয়, অতিরিক্ত ঘনিষ্ঠতা
অনেকসময় কাছের সম্পর্কগুলোকে তাড়াতাড়ি নষ্ট করে দেয়। আমরা ধরেই নিই আমরা একে-অপরকে
চিনে ফেলেছি। আর কিছু জানার নেই, আর কিছু শোনার নেই। মানে সবকিছুই তখন যেন গ্র্যান্টেড।
কম আলাপ থাকলেই আমার মনে হয় সম্পর্কগুলো সুন্দর থাকে, মানে ভালো থাকে।”
অরিত্রী থতমত খেয়ে জিজ্ঞাসা করেছিল, কি হয়েছে?
আমরা বসেছিলাম মাঠের আলে। দুপাশে বিস্তৃত মাঠ।
ধানহীন। এমন মাঠে সন্ধ্যেবেলায় আকাশে চলছে রঙের খেলা, এই খেলা দেখতে দেখতেই আলগোছে
একটা ঘাসফুল হাতের দুই আঙ্গুলে নাড়াতে নাড়াতে সমর্পিতা কথাটা বলে ফেলেছিল।
আমি জানি তার কিছু হয় নি। কিম্বা হয়তো অনেক
কিছু হয়েছে। মোট কথা, কিছু হোক, চাই না হোক, কথাকটা তার মনের অনেক গভীর থেকে বেরিয়ে
এসেছে।
সম্পর্কের চেয়ে জটিলতম জিনিস পৃথিবীতে আর কিছু
আছে কি? অনাহার, অশিক্ষা, কুচিন্তা, অসহায়তা --- সবকিছুকেই এই সম্পর্কের জটিল আবর্তে
ফেলে দেওয়া যায়। তা সে একক সম্পর্ক হোক, বা সামাজিক...
Comments
Post a Comment