সুন্দরবনী কৃত্তিবাস
অনেকদিন পর একটি বাংলা ম্যাগাজিন সংখ্যা আমায় কিছুটা হলেও মুগ্ধ করল। সুন্দরবনের ওপর কভার করা কৃত্তিবাসের এবারের সংখ্যাটি সত্যিই বেশ সুন্দর এবং গোছানো। যারা সুন্দরবন সম্পর্কে মোটামুটি একটা তথ্য পেতে চান, এবং তা সব দিক থেকেই চান, তারা এটা কিনে রাখতে পারেন।
দেবশঙ্কর মিদ্যার সুন্দরবনের অতিপ্রাচীন
ইতিহাস, শৈলেন সরকারের সুন্দরবনের সাম্প্রতিক ইতিহাস, সাধন চট্টোপাধ্যায়ের ভ্রমণ
বৃত্তান্ত, সঞ্জয় ঘোষের সুন্দরবনের লোকসংস্কৃতি কিম্বা বিষ্ণু সরকারের সুন্দরবনের ওপর
বিভিন্ন সময়ে লেখা বিভিন্ন পত্রপত্রিকা ও বইয়ের খোঁজ --- কী নেই? এছাড়াও বাকি লেখাগুলোও
ফেলে দেওয়ার মতো নয়।
সুন্দরবনকে নিয়ে বিভিন্ন ক্ষেত্রের লোকের কাছে প্রাথমিকভাবে কৌতুহলী করে তোলার প্রয়াসে এবারের সংখ্যাটি, অন্তত আমার চোখে, যথেষ্টই সফল।
Comments
Post a Comment