রিডার্স ডাইজেস্ট জুলাই 2022

 



ম্যাগাজিন পড়াটা যদি একবার অভ্যাসে এনে ফেলা যায় তাহলে সেটা একটা অন্যরকমের জগৎ খুলে দেয়। কি থাকে ম্যাগাজিনে? একটা বিশ্ব। অন্যরকম বিশ্ব। সেই বিশ্বে কি হয়েছে থেকে শুরু করে কি হয়ে চলেছে পর্যন্ত সব পাওয়া যেতে পারে। আমার ক্ষেত্রে ইদানীং সেই অভিজ্ঞতা হয়ে চলেছে বলে, আমার মনে হয়, ম্যাগাজিন পড়া উচিৎ, এবং সেই কারণেই কোন ম্যাগাজিন ভাল লাগলে সেটা আপনাদের সকলের সামনে আনার চেষ্টা করি। রিভিউ দেওয়ার উদ্দেশ্য নিজের ভাল লাগাকে শেয়ার করা।

এমনই একটা ভাল লাগা হল এবারের Reader’s Digestকি অদ্ভুত এই ম্যাগাজিনটা! বাবার মুখে শুনেছি এই ম্যাগাজিনটা বর্তমানে তার কৌলিন্য হারিয়েছে অনেকটাই কিন্তু তবুও, যা পাচ্ছি, সেটাও বা কম কি? এমনটাই বা কটা বাংলা ম্যাগাজিন দেখতে পাওয়া যায়? আমার তো মনে পড়ে না।

এবারের রিডার্স ডাইজেস্টের মূল বিষয় Funniest People’s Funniest Stories. বিভিন্ন হাসির গল্প বা ঘটনার সমন্বয়ে তৈরী এই প্রচ্ছদবিষয় হাসিয়ে পেট ফাটিয়ে দেয়ার মতো না হলেও খারাপ না। কিন্তু এর বাইরে আমার খুব ভাল লেগেছে আরোও কয়েকটি লেখা---

১। An Anti Migraine Diet --- আমার এক ভাইয়ের মাইগ্রেনের ব্যথা আছে। আর তা নিয়ে তার যন্ত্রণার অন্ত নেই। সে নিয়েই একটা প্রতিবেদন, সঠিক খাদ্য নির্বাচন এই যন্ত্রনাকে কন্ট্রোলে কীভাবে আনতে পারে তার একটা বিস্তারিত প্রতিবেদন, যা অনেকেরই কাজে লাগতে পারে।

২। World Of Medicine --- ছোট ছোট অনেকগুলি টিপস, যা আমাদের শরীরের পক্ষে দারুন উপযোগী হতে পারে।

৩। The Placebo Cure --- লিন্ডা গ্রেইঞ্জারের এই প্রবন্ধটা আমাকে চমকে দিয়েছে। এটা হল, এমন একটা ওষুধ কোন একটা রোগের সাপেক্ষে প্রয়োগ করা যা সেই রোগের ক্ষেত্রে কোন কাজেই লাগে না কিন্তু রোগী সুস্থ হয়ে ওঠে। এর সঠিক প্রয়োগ মানসিকভাবে একজন রোগীকে কীভাবে সুস্থ করে তুলতে পারে তারই একটা প্রতিবেদন। সুন্দর প্রতিবেদন। পড়তে পড়তে মনে হচ্ছিল, মানসিকভাবে শক্তিশালী একজন ব্যাক্তি কত সুন্দর ও সুস্থ থাকতে পারে তার একটা বড়ো প্রমাণ এই ‘প্ল্যাসিবো’।

 

আপনি কি ভাবছেন এটা একটা মেডিক্যাল ম্যাগাজিন? উঁহু...

 

৪। Photo-Bombed --- এমন কিছু অদ্ভুত ছবি যা তুলতে চাওয়া হয় নি কিন্তু উঠে গেছে। ছবিগুলো সত্যিই বেশ মজার মজার।

৫। Reunited With Her Rescuers --- ৩৫ বছর আগে পিচ্চি একটা মেয়েকে সমুদ্র থেকে যে দুজন নাবিক উদ্ধার করেছিল, কিছুদিন আগে আবার তাদের দেখা হল এবং সেই অভিজ্ঞতা নিয়েই একটা সংবেদনশীল প্রবন্ধ।

৬। Meet Erno Rubik --- রুবিক’স কিউবের স্রষ্টাকে নিয়ে চমৎকার একটা লেখা।

এর সাথে রয়েছে নিয়মিত বিভাগ যেখানে বিশেষত The Nambi Effect সিনেমার মাধবনের সাক্ষাৎকার এবং গীতাঞ্জলী শ্রী’র Tomb Of Sand নিয়ে এক মনোজ্ঞ রিভিউ এবং এমন আরোও আরোও অনেক কিছু

 

এমন এক মাসিক ম্যাগাজিন সত্যিই যে কেন বাংলায় ভাবতে পারা যায় নি, তা মনে হলে মন খারাপ হয়ে যায়।

 

যারা পড়তে চান তাদের জন্য ম্যাগাজিনটার ডিজিটাল ভার্সান রইল এর সাথে ---

 

LINK: https://drive.google.com/file/d/166fTgMHf6jM90N58W6XjZKjTlxtn42yk/view?usp=sharing


Comments

Popular posts from this blog

যে বুকে আগুন জ্বলে

শারদীয়া আনন্দবাজার পত্রিকা সম্পর্কে

জেরক্স কপির উন্নত ভার্সানে ‘আবার প্রলয়’ এসেছে