সময় হল



সময় হল, এবার ফেরো...

কে ডাকে?

জানি না।

সন্ধ্যের রক্তিম আকাশের দিকে তাকিয়ে থাকতে থাকতে আমি সে ডাক শুনতে পাই, সে ডাক কি আমার ভিতরের, আমি জানি না, কেবল জানি, মধ্যরাতের তারাভরা আকাশের দিকে তাকিয়ে থাকতে থাকতেও কখনও কখনও আমি সে ডাক শুনতে পাই, যে ডেকে যায় থেকে থেকে এমনভাবে, সে ভিতরে, না কি বাইরে?

এই যে সন্ধ্যেবেলায় আকাশটা এমন খুনোখুনি রকমের লাল হয়ে আছে, এই যে আকাশের ক্যানভাস যেন কার হাতের ছোঁয়ায় মুহূর্তে মুহূর্তে বদলে যাচ্ছে, আর পরক্ষণেই সে এমনভাবে নতুন ছবি তৈরী করছে, যেন মনে হচ্ছে একটা পাঁচ বছরের বাচ্চা হাতে তুলি ধরে হাসতে হাসতে যা ইচ্ছে রঙ ঢালছে আলগোছে, আর তার খিলখিলিয়ে হাসি আমি যেন শুনতে পাচ্ছি, আমি যেন বুঝতে পাচ্ছি, আবার পরক্ষণেই সেই ক্যানভাসকে এক মুহূর্তে বদলে দিচ্ছে সে, আবার আরেক রঙের খেলায় তাকে পেয়ে বসছে, খিলিখিলিয়ে হাসতে হাসতে ছবির পর ছবি বদলে যাচ্ছে, যে ছবি আর ফিরে আসবে না কোনদিন, মুহূর্তে যার অস্তিত্ব, মুহূর্তে যার লয়, এ বিশ্বব্রহ্মাণ্ডে আর কোথাও এমন ছবি সে আঁকবে না, তার সৃষ্টিতেই সুখ, লয়ে আনন্দ।

সেই আনন্দ প্রত্যক্ষ করছে প্রকৃতি, আর আস্তে আস্তে নিস্তব্ধ হয়ে আসছে আমার চারপাশ, যেন সে নিস্তব্ধতার কোন উদাহরণ হয় না, কোথাও ঝিঁঝিঁপোকার ডাক নেই, হাওয়ার মৃদুলতা নেই, পাখির কলতান স্তব্ধ, কেবল দূরে, বহুদূর থেকে মাঝে মাঝে ভেসে আসছে শঙ্খধ্বনির মৃদুরব, যে রবে আছে ক্লান্তি, যে রবে আছে ঘরে ফেরার ডাক।

কে সে, এমন রক্তিম মরিচীকায় কে ডাকে আমায়?

আমার মনে হয়, এই মুহূর্তেই যে বলিষ্ঠ কাঁধে আমি মাথা রেখে আলগোছে তার হাতটাকে শক্ত করে আমার বুকের মৃদু কবোষ্ণোতায় ধরে রেখে প্রকৃতির এই লীলাখেলা দেখতে দেখতে বলতে চাইছিলাম, যেতে নাহি দিব তোমায়, এক ঝটকায় সেই তাকেই পাশে ফেলে উঠে দাড়াই, আর তার গায়ের সাথে আমার শাড়ীর যে আঁচল লেপ্টে ছিল, তা আলগোছে সরিয়ে নিয়ে এগোতে থাকি, তারই গন্ধ মেখে আমি এগিয়ে চলি, আর আমার আঁচল আলতো করে ছুঁয়ে যাক ঘাসের ডগা, কেবল সাথে থাকুক পায়ে চলার ছন্দ, কানে থাকুক সেই ডাক, আমি এগিয়ে যাই, মাঠ-ঘাট পেরিয়ে, বনবাদাড় পেরিয়ে, পুকুরের জলের স্নিগ্ধতা আর প্রিয়জনের স্নেহের উদ্বেলতাকে পিছনে ফেলে রেখে, এগিয়ে যাই সেই পথে, যে পথ আস্তে আস্তে পৃথিবী থেকে উঠে গেছে ওই আকাশের খুনখারপি করা মেঘের মধ্যে...

 

“ফেলে যেতে চায় এই কিনারায় / সব চাওয়া সব পাওয়া...”


=============================

 

ছবিটা গতকালের সেই খুনখারাপি সন্ধ্যার আকাশ। তবে তখন তোলার কথা মনে হয় নি। রাত্রে দেখলাম ফেসবুকের দেওয়ালে দেওয়ালে সেই আকাশের ছড়াছড়ি। তারই একটা, ফটোগ্রাফারের নাম অজ্ঞাত

Comments

Popular posts from this blog

যে বুকে আগুন জ্বলে

শারদীয়া আনন্দবাজার পত্রিকা সম্পর্কে

জেরক্স কপির উন্নত ভার্সানে ‘আবার প্রলয়’ এসেছে