Deception (2021)


 

ফরাসী শিল্প ব্যাপারটাই আমাকে বেশ করে চমকে দেয়। যেমন ধরুন একটা উপন্যাস, ধরুন --- পড়ছি, পড়ছি, বেশ বুঝতে পারছি যে, কিছুই বুঝতে পারছি না। সিনেমা, দেখছি, দেখছি, বেশ বুঝতে পারছি, যা দেখছি সেটা দেখাতে চাইছে না।

       এই সিনেমাটার সবথেকে দামী জায়গা হল কথপোকথন। অনেকগুলো কোলাজে যে কথোপকথন উঠে আসে সেখান থেকে সম্পর্কগুলোর টানাপোড়েন, মনোজাগতিক জটিলটা উঠে আসে। আপনি গল্প দেখতেই পারেন। গল্পে বিশেষ কিছু নেই। গল্পটাকে ধরে এগোলে নতুনত্ব কিছু চোখে পড়বে না।

       একজন লেখকের (Denis Podalydès) সাথে তার স্ত্রী (Anouk Grinberg), প্রাক্তন প্রেমিকা (Emmanuelle Devos), তার নতুন প্রেমিকা (Léa Seydoux), তার ছাত্রী (Rebecca Marder) এদের সাথে কথোপকথন। এবং গল্প শেষ। হ্যাঁ এই কথোপকথনের মধ্যে অবাধ যৌনতা আছে, স্ত্রী-র সন্দেহজনিত কারণে ঝগড়া আছে, পুরোনো প্রেমিকার শেষ হয়ে আসা জীবনের মধ্যে বাঁচতে চাওয়ার আবেগ আছে, মানসিক রোগগ্রস্থ ছাত্রীর ছিটেল কথাবার্তা আছে --- কিন্তু সব অন্য লেভেলের। এখানে কাফকা আসে দৈনন্দিন কথাবার্তায়, যেন তার চিন্তাধারাকে এরা খুব সাধারণভাবেই আত্মস্থ করেছে। আবার অসন্মানের কারণে চলে যাওয়া চোখের চাহনিতে পাওয়া যায় বাংলার গ্রামের এক পল্লীবালার চোখের মিল।

       এ সিনেমার আরেকটা চরম জায়গা সিনেমাটোগ্রাফি। Yorick Le Saux এক-একটা ফ্রেমকে মায়াময় বানিয়েছেন। ক্যামেরার স্থিরচিত্র যদি বাঙ্ময় হয়ে ওঠে তাহলে যা হয়, এখানে বেশ কিছু দৃশ্য তেমনই। সে বৃষ্টিতে জানলার ফ্রেমে শুন্যদৃষ্টিতে তাকিয়ে থাকা চরিত্র হোক, কিম্বা মেঝেতে শুয়ে সঙ্গমরত দুটি মানবসন্তান হোক।

       সিনেমাটার প্রাণ তার কথোপকথনে। ফরাসী মুভি দেখতে হলে ব্রেন্ সজাগ রাখতে হয়। লজিকের চক্রব্যুহে যদি ইমোশনের ঢেউ চান, তাহলে এই মুভি দেখা একটু কঠিন।

============================

মুভিঃ Deception (2021)

দেশঃ France

সময়ঃ 105 Min

পরিচালকঃ Arnaud Desplechin

Comments

Popular posts from this blog

যে বুকে আগুন জ্বলে

জেরক্স কপির উন্নত ভার্সানে ‘আবার প্রলয়’ এসেছে

শারদীয়া আনন্দবাজার পত্রিকা সম্পর্কে