প্রজ্জ্বলিত মনের সন্ধানে

 


‘Dream, dream, dream. Dream transforms into thoughts. Thoughts result in actions.’

 

যিনি লিখছেন, তিনি ভারতের একজন মহান মানুষ। তাকে আমরা শ্রদ্ধা করি। তাকে আমরা ভালোবাসি। তাকে আমরা মহান মানুষ হিসাবে জানি।

আমরা তাকে চিনি না না। কিন্তু আমরা এটুকু জানি, স্বাধীন ভারতের উন্নতির জন্যে যে কয়েকজন নিবেদিত প্রাণ জন্মেছেন, যাদের কথা আবালবৃদ্ধবণিতা শ্রদ্ধার সাথে মনে রাখবে, তার মধ্যে ইনি একজন। কারণ ইনি, আমাদের জন্যে, আমাদের কথা ভেবে, কাউকে অযথা দায়ী না করে, অযথা দুষিত শব্দ প্রয়োগ না করে বলতে পারেন,

“The upshot is that India is poor as a nation in spite of its enormous wealth because it does not focus on value addition, be it in mineral or biodiversity products or even grain or fish.”

এ পি জে আবদুল কালাম অনেক বড়ো বিজ্ঞানী। আমার কাছে এখন থেকে ‘বিজ্ঞানী’ শব্দটা খুব ছোট লাগছে। Ignited Minds বইটা শেষ করার পর থেকে মনে হচ্ছে এমন একজন মানুষকে আমরা পেয়েছি, যিনি তার মৃত্যুর সাত বছর পরেও আমার কাঁধে হাত রেখে বলতে পারেন, স্বপ্ন দেখতে এবং স্বপ্ন দেখাতে ভুলো না। কিভাবে?

Start by risking your own position for a mission. Either I deliver or I go. Prepare yourself for the endeavour. With effort and perseverance you will succeed. There is always a risk involved when we venture into something new. After all, the process of birth itself is a risky affair. But then the infant starts breathing … and life follows, with all its hopes and aspirations.

এই বইটার ছত্রে ছত্রে কীভাবে নিজেকে, নিজের চিন্তাকে তিনি তুলে ধরেছেন! তা সে শুরুতে একটা স্বপ্ন দিয়েই হোক, কিম্বা শেষে ইগো আর সোল – এর কথোপকথন দিয়েই হোক। শুরুর স্বপ্নে পাঁচজন মানুষ পরস্পরের সাথে কথা বলছেন, মহাত্মা গান্ধী, এলবার্ট আইনস্টাইন, সম্রাট অশোক, আব্রাহাম লিঙ্কন এবং খলিফা ওমর। কি নিয়ে কথা বলছেন? ভবিষ্যৎ পৃথিবীর কীসে মঙ্গল হয়। একজন বিজ্ঞানী, যে কি না ভারতকে অস্ত্র এবং অন্যান্য যন্ত্রের নির্মাণের সাহায্যে আপন রাষ্ট্রকে শক্তিশালী করছেন প্রতিবেশী রাষ্ট্রগুলির তুলনায়, আসলে তার চিন্তা সমগ্র বিশ্বে কীসে মঙ্গল।

এবং তিনি জানেন, বর্তমানের ছাত্র-ছাত্রীরাই ভবিষ্যতের প্রাণপুত্তলিকা। তাই তিনি তার অবশিষ্ট জীবনের কয়েক বছর অতিবাহিত করলেন, বিভিন্ন বিদ্যালয়-বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের সাথে কথা বলে। তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে। তাদের প্রশ্নের মধ্যে থেকে উঠে আসা চিন্তাধারার সঠিক পরিস্ফুটনের মধ্যে দিয়ে। এই বইয়ের পাতায় পাতায় রয়েছে সেই সব কথোপকথন এবং সেই কথোপকথন থেকে উঠে আসা ভবিষ্যৎ প্রগতিশীল ভারত নির্মানের ভাবনা।

মানুষটা সারা জীবন একটা vision নিয়ে চললেন। যে Vision তিনি ঢুকিয়ে দিতে চাইলেন আপামর ভারতবাসীর মধ্যে। আজ তিনি নেই। কিন্তু তার এই বইটা আছে। যা ভবিষ্যৎ ভারত কেমন হতে পারে তার এক অসামান্য চিন্তনের প্রকাশ।

আমার মনে হয়, দ্রুত এর অনুবাদ হওয়া উচিৎ। মজার ব্যাপার বাংলাদেশে এর অনুবাদ হয়ে গেছে, কিন্তু আমাদের এখানে এখনো টনক নড়ে নি। কবে নড়বে জানি না। তবে যে হারে বাঙালী ছেলে-মেয়েদের ইংলিশ মিডিয়ামেই পড়াটা অবশ্যম্ভাবী হয়ে পড়ছে, তাতে করে এই বইটার অনুবাদ আর কিছুদিন পরে নাও প্রয়োজন হতে পারে। কিন্তু বইটার প্রয়োজন হবেই। এবং কোথাও আমার মনে হয় অভিভাবক বা শিক্ষক-শিক্ষিকাদের নিজেদেরও পড়া উচিৎ। এবং তাদের দায়িত্বসহকারে এগিয়ে এসে ছাত্র-ছাত্রীদেরকেও অন্তত একবার পড়ানোও উচিৎ।

কারণ, তিনি ছাড়া আর কে-ই বা বলবেন,

“I would like to see in twenty years a literate and poverty-free India. I dream of an India governed by noble leaders. I dream of a system where the work of scientists and technologists is focused on specific missions driven by goals relevant to the common man. How is this dream to be made real?”

 

===================

Ignited Minds

APJ Abdul Kalam

Penguin Publication

Price: 119/-

Comments

Popular posts from this blog

যে বুকে আগুন জ্বলে

শারদীয়া আনন্দবাজার পত্রিকা সম্পর্কে

জেরক্স কপির উন্নত ভার্সানে ‘আবার প্রলয়’ এসেছে