অন্ধকারের গান
চারদিকে কি যেন একটা হচ্ছে
ঠিক... ঠাহর করতে পারছি না যেন।
যে বলছে, আমি তোমায় ভালোবাসি
সে
ডাঙায় তোলা চিংড়ি মাছের মতো খাবি খেতে খেতে বলছে কথাটা
যে বলছে, তোমায় ছাড়া বাঁচব না
তার
একটা চোখ অন্ধকারের পলাতক গলিপথের দিকে তাকিয়ে
কিম্বা, যিনি বলছেন, ভগবান আমি তোমার
তিনি
একহাত দিয়ে কুশাসনটা চেপে ধরে রেখেছেন প্রাণপণে।
চারদিকে কি যেন একটা হচ্ছে
ঠিক... ঠাহর করতে পারছি না কেন?
দূরের কৃষ্ণবর্ণ জলভরা মেঘ আমায় ডাকে।
বলে, আয়
তুই হবি আমার ঝড়ের পাখি, তোকে শেখাব ঝড়ের গান
অথচ কাছে গেলেই
দেখি
আমার ডানাদুটোকে পিষে দেবে বলে
সে প্রাণপণে দোলাচ্ছে নারকেল গাছ জোড়াকে।
চারদিকে কি যেন একটা হচ্ছে
ঠিক... ঠাহর করতে পারছি না যেন।
Comments
Post a Comment