এক-একটা মানুষ

 


এক-একটা মানুষ কী প্রাণপণে নিজেকে প্রমাণ করতে চেষ্টা করে। সে বলতে চায়, আমি আছি। এই বিরাট পৃথিবীতে আমারও একটা মূল্য আছে। ওগো, তোমরা কে কোথায় আছো? আমাকে দেখো। আমাকে সেই মূল্য দাও। প্লীস...

এর মধ্যে কোন দোষ নেই। নেটিজেন প্রমাণ করে দিয়েছে সবার সামনে আসা, দশজনের একজন হওয়া জীবনের লক্ষ্য। ছোটবেলায় পড়েছি, মানুষ হও, দশজনের একজন হও, জন্মেছ যখন তখন একটা দাগ রেখে যাও। প্রশ্ন হল, দশজনের একজন হতে গেলে, বাকি নয়জনের কি হবে? তারাও তো কোথাও না কোথাও দশজনের একজন হতে চাইছে।

কবি, লেখক, আর্টিস্ট, ফটোগ্রাফার, অভিনেতা, গায়ক, নৃত্যশিল্পী --- সবাই বলতে চাইছে, আমাকে দেখুন, আমাকে জানুন। এরজন্যে তারা অনেকটা সময় দেয় ব্যক্তিগতভাবে যোগাযোগ রেখে। চ্যানেল তৈরী করে। দল বেধে একে অন্যের পিঠ চাপড়ে দিয়ে। পাওলো কোয়েলহোর ভাষায় --- Favor Bank

‘কিন্তু’ --- তবুও হয় না। রবীন্দ্রনাথ বুঝেছিলেন, তাই তিনি বলতে পেরেছিলেন,

 

“জীবনের কোন-একটি ফলবান্ খন্ডকে

যদি জয় করে থাকি পরম দু:খে

তবে দিয়ো তোমার মাটির ফোঁটার একটি তিলক আমার কপালে;

সে চিহ্ন যাবে মিলিয়ে

যে রাত্রে সকল চিহ্ন পরম অচিনের মধ্যে যায় মিশে।।” (পৃথিবী)

 

মাঝে মাঝে মনে হয়, রবীন্দ্রনাথের মতন বড় শিক্ষক তথা বন্ধু আমার আর কেউ নেই। আমার মনে হয়, নিজের সমস্ত সৃষ্টিকে যেন এক লহমায় নষ্ট করে চলে যেতে পারি, সময় সেটাকে নষ্ট করে দেওয়ার আগেই। সমস্ত চেনা পরিচয়ের গন্ডী ভেঙ্গে মহাকালকে যেন আমি বলতে পারি, আমি প্রস্তুত। এবার ফেরা যাক।

[ছবিঃ ইন্টারনেট]

 

Comments

Popular posts from this blog

যে বুকে আগুন জ্বলে

শারদীয়া আনন্দবাজার পত্রিকা সম্পর্কে

জেরক্স কপির উন্নত ভার্সানে ‘আবার প্রলয়’ এসেছে