গাঁওবুড়ো
পুষ্প ফুটিলে কে গন্ধ ছড়ায়
মেঘে ভর করি কে বরষে জল?
পুষ্প ফুটিলে সে গন্ধ ছড়ায়
মেঘে ভর করি সে বরষে জল।
গাঁওবুড়ো খোঁজে বড়োবাবুকে। জীবন যেমন
খোঁজে জীবনের অধীশ্বরকে। গাঁওবুড়োর চলার পথে মানুষ, সমাজ, দীন-দুঃখী, আর্ত --- সবাই
পথ বলে দেয়। কিন্তু যেতে চায় না। কেউ চেনে না বড়বাবুকে। কিন্তু মনে আশা, যদি তাদের
ইচ্ছেপূরণ হয়! এই মন্দ-ভালোর দ্বন্দ্বে তারা রয়ে যায় পথের মাঝে, পথেই ফেলে রাখে জীবন
জিজ্ঞাসা। সেগুলো কুড়িয়ে নিয়ে এগিয়ে যায় গাঁওবুড়ো। করুণাভরা হৃদয় নিয়ে। যেভাবে এগিয়ে
চলে মানুষ, শিশুতীর্থের পথে।
কিন্তু এরপরেও বাস্তব আছে একটা। মানুষের
মনে যার সৃষ্টি, বাস্তবের জমিতে সে কে? কন্যাডিহাতে যার বাস, সেই কন্যাডিহা কোথায়?
সেও কি হৃদয়ে? অবশেষে সব নিঃশেষ হয়ে যায়, কেবল সুবর্ণরেখা নদীটাই থেকে যায়। আর থাকে
বাস্তব। যার কাজই শুধু চলা, সে নিত্য বহমান। চলার শেষে তাই বুড়ো ফিসফিসিয়ে কথা বলে
নদীর সাথে।
অমর মিত্র বিস্ময় সৃষ্টি করেছেন এই
ছোটগল্পে। পড়তে পড়তে মন কালের গন্ডী পেরিয়ে যেতে চায়। প্রশ্ন করতে চায়, তুমি কি আছো,
বড়বাবু?
‘ও' হেনরি’ পুস্কারপ্রাপ্ত এই গল্প
পড়ে মন ভরে গেল। অনেকদিন পর এমন হৃদয় মোচড়ানো একটা গল্প পড়লাম। অমর বাবু, আপনার জন্য
গর্ববোধ করি।
ধন্যবাদ Babun Mitra
দাদা, আপনাকে...
Comments
Post a Comment