রবিবার এপ্রিল ২

 


'রবিবার' আমার কাছে বিশেষ দিন। অনেকগুলি বাংলা সংবাদপত্র। অনেকগুলি রবিবারের ক্রোড়পত্র। চা খেতে খেতে, কিম্বা বিকালের অবসরে, অথবা রাত্রে শুতে যাওয়ার আগে পড়ে ফেলার আনন্দ ভাষায় প্রকাশ করা যায় না।

তবে, দুঃখের বিষয় কয়েক বছর যাবৎ পয়সা নষ্ট হচ্ছে বলে যে মন খারাপ হত, ডিজিটাল জগতে পা দিয়ে তার অনেকটাই সাশ্রয় হয়েছে। তবুও, আজও প্রতিদিনের 'রোববার' পড়ার জন্য মুখিয়ে থাকি।

মাস ছয়েক ধরে এই পত্রিকাটাও ঠিক রুচছে না। কিন্তু আজকের বিষয়টা চমকে দিয়েছে। আমি প্রচ্ছদ দেখে মাথামুন্ডু কিছুই বুঝতে পারি নি। কিন্তু ভিতরের সম্পাদকীয় পড়ে মুগ্ধ। বিষয় নির্বাচন ছাড়াও অনিন্দ্যর কোন লেখা অনেকদিন পর ভাল লাগল। চমৎকার লেগেছে আশিষ পাঠক এবং সম্বিত বসুর প্রতিবেদন। পড়ে দেখতে পারেন। 'সই-অটোগ্রাফ-সিগনেচার' --- বিষয়বস্তুর নিরিখে রচনাগুলি নিয়ে এবারের ক্রোড়পত্রটি অনেকদিন পরে ভাল লাগল...

 





Comments

Popular posts from this blog

যে বুকে আগুন জ্বলে

শারদীয়া আনন্দবাজার পত্রিকা সম্পর্কে

জেরক্স কপির উন্নত ভার্সানে ‘আবার প্রলয়’ এসেছে