শুধু প্রেম নয়

 



“শুধু প্রেম নয়, কিছু ঘৃণা রেখো মনে”


অরুণবাবু বললেন। কিন্তু কি করে?

বসন্তের বিকেলে যার হাতের আঙ্গুলে হাত রেখে বনের পথে পথে হাটছি তাকে ঘৃণা করব কি করে? যার লাল টি-শার্ট ছুঁয়ে ছুঁয়ে চলেছে আমার হলুদ শাড়ীর আঁচল তাকে ঘৃণা করা যায় কি? যার নিজের হাতে পরিয়ে দেওয়া পলাশ ফুল আমার চুলের আলগা খোঁপার তরঙ্গে এক টুকরো ডুবন্ত সূর্যের মত ভাসছে তাকে ঘৃণা? এও কি সম্ভব!

হয়তো সম্ভব। মানুষের পক্ষে অসম্ভব কিছুই নয়। একদিন হয়তো সবকিছু বিষন্ন হয়ে যাবে। অভ্যাসের কার্পেটের তলা থেকে উঠে আসবে মন খারাপের গন্ধ। সকালে কুঁচকে যাওয়া বিছানার ভাজে ভাজে থাকবে অস্থির আর্তনাদ। ছুটির দিনের মরা বিকালগুলোয় জানলার ধারে স্খলিত শিথীল দেহ ক্লান্তস্বরে কথা বলবে পড়শীনীর সাথে। সন্ধ্যায় কোনদিন শেষ না হওয়া সিরিয়াল বদলে বদলে যেতে থাকবে রিমোটের ইশারায়। আবার রাত্রে ফের বুদ্ধিদীপ্ত কথপোকথন, ঝলসে যাওয়া কথার মারপ্যাচ, আর তারপর খেলা শেষে বা খেলা বাতিলের ঘোষনার পর হয়ে যাব যে যার মতো করে স্বপ্নবিলাসী।

কিন্তু আজ সেকথা নয়। সে কথা ভবিষ্যতের গর্ভে। ফাল্গুনের বাতাসে আজ অন্যরকমের বিরহ। অন্যরকম ইচ্ছে। আমার লাল ব্লাউসের আগুনে তাকে পোড়ানোর অমোঘ ইচ্ছে। তার বুকের মাঝে আছড়ে পড়ে দুমড়ে মুচড়ে মিশে যাওয়ার ইচ্ছে। দুজনের ঠোঁট কথা বলছে বটে, কিন্তু আসলে তাদের পরস্পরকে ছুঁতে চাওয়ার বেয়াড়া ইচ্ছে। এমন ইচ্ছেগুলোই থাক আজকে। বনের পথে পথে পড়ন্ত সূর্যের আলো ফিসফিস করে যে বিলাপ মর্মের গভীরে গেঁথে দিচ্ছে, তাই আমাদের চোখেমুখে ফুটে উঠুক। পাতাঝরা বনের মর্মরধ্বনিতে বেজে উঠুক বসন্ত বাহার। আর আমি তার গভীরে হারিয়ে যাই…

Tousif Haque দা, তোমার এই ছবিটায় পথের মাঝে পলাশের আগুন নেই কেন? থাকলে বলতাম, এই ছবি আজ থেকে আর তোমার নয়। একান্তভাবেই আমার। আমাদের...

 

Comments

Popular posts from this blog

যে বুকে আগুন জ্বলে

জেরক্স কপির উন্নত ভার্সানে ‘আবার প্রলয়’ এসেছে

শারদীয়া আনন্দবাজার পত্রিকা সম্পর্কে